এক ঝলকে
অন্যের ছবি কুরুচিকর ভাবে আপলোড করায় গ্রেফতার যুবক

নিজস্ব সংবাদদাতা- অন্যের ছবি কুরুচিকর ভাবে ব্যবহার আপলোড করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করলেন সিআইডি সিআইডি সিআইডি আধিকারিকরা। ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে সেখানে অন্যের কুরুচিকর ছবি পোস্ট করেছিল ওই যুবক।
আরো পড়ুন: খোয়া যাওয়া 2 লক্ষ টাকা উদ্ধার পুলিশের
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম সুরজিৎ টুডু। তার বাড়ি বালিদহ এলাকার গুরুপ থানা অঞ্চলে। সাইবার শাখায় এক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। সেই অনুযায়ী সিআইডির চারজনের একটি দল গুড়াপে আসে। এই কাজের সঙ্গে যুক্ত কুশল ধারা নামে বিচারাধীন এক বন্দিকেও জিজ্ঞাসা করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp