KOLKATA WEATHER
এক ঝলকে

খাল থেকে উদ্ধার মহিলার মৃতদেহ, রহস্য

পুলিশ নিউজ ডেস্ক: উত্তর প্রদেশের মুজাফফরনগর জেলায় খাল থেকে উদ্ধার ২০ বছর বয়সী এক মহিলার মৃতদেহ। বুধবার ১৪ অক্টোবর ডোলি নামে ওই মহিলার পরিবার তার প্রেমের সম্পর্কের বিরোধিতা করায় ২৮ বছর বয়সী একটি ছেলের সঙ্গে তিনি ওই খালে ঝাঁপ দেন বলে স্থানীয় সূত্রের খবর।

ছেলেটির দেহ এখনও পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর। পুরকাজি থানার কমহেড়া গ্রামের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন:  পুলিশি উদ্যোগে জীবাণুমুক্তকরণ

পুলিশ সূত্রে খবর, ওই মহিলা একটি সুইসাইড নোট রেখে গিয়েছেন। ওই নোটে তিনি বলেছেন, তাঁর পরিবার তাঁদের সম্পর্কের বিরোধী হওয়ায় তিনি চরম পদক্ষেপ নিচ্ছেন। পুলিশ অবশ্য বলেছে যে মহিলাকে কেউ খালে ঝাঁপিয়ে পড়তে দেখেননি। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close