লকডাউন অমান্য করার পুলিশি দাওয়াই উঠবোস

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা: সাপ্তাহিক পূর্ণ লকডাউনে শুক্রবার সকাল থেকেই আমতলা চৌরাস্তায় বিষ্ণুপুর থানার পুলিশ ধরপাকড় চালায়। সকাল ছয়টা থেকে বেলা ১০টা পর্যন্ত প্রায় ২৬ জনকে লকডাউন অমান্য করার দায়ে গ্রেফতার করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।
আরও পড়ুন : ৮০ কেজি গাঁজা উদ্ধার করল কোতোয়ালি পুলিশ
এদিন আমতলা চৌরাস্তায় পুলিশি টহলদারির সময় নিবারণ দত্ত রোড ধরে আমতলা চৌরাস্তার দিকে সাইকেল নিয়ে দুই যুবককে আসতে দেখে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে গেলে ইতিমধ্যে সাইকেলের পেছনে থাকা আরোহী পুলিশকে দেখে চম্পট দিতে সক্ষম হলেও পুলিশি জেরার মুখে পড়তে হয় সাইকেল চালককে। কি প্রয়োজনে লকডাউনে বাইরে বেরোনো তা জানতে চাওয়া হলে কোন যথোপযুক্ত কারণ দেখাতে পারেনি ঐ যুবক। তারপরই কর্তব্যরত পুলিশ আধিকারিকরা তাকে লাঠিপেটা করে এবং লকডাউন অমান্যকারী যুবককে গ্রেফতার করার নির্দেশ দেন। ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলেন ওই যুবক। যদিও এই ঘটনার পর তাকে গ্রেফতার না করে রাস্তার মাঝখানে কান ধরে উঠবোস করতে নির্দেশ দেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা।