
স্ত্রীকে মশলা বাটার শিল দিয়ে মাথায় আঘাত করে খুন করল স্বামী। কোচবিহারের দিনহাটা ১ নম্বর ব্লকের বড় বোয়ালমারী এলাকার ঘটনা। রবিবার ভোরের দিকে এই ঘটনা ঘটে।পুলিশ খুনের ঘটনায় অভিযুক্ত স্বামী নজরুল ইসলামকে গ্রেফতার করেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন : তপসিয়ায় যুবক খুনের কিনারা করল পুলিশ
সূত্রের খবর, ভ্যানচালক নজরুল ইসলাম তাঁর স্ত্রী নুরবানু বিবিকে মশলা বাটার শিল দিয়ে মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নুরবানু বিবির। দীর্ঘদিন ধরেই নজরুল ইসলাম ও নুরবানু বিবির মধ্যে পারিবারিক অশান্তি লেগেই ছিল বলে দাবি পরিজনদের। এদিন সকালে সেই পারিবারিক অশান্তি চরম পর্যায়ে চলে যায় । মৃতার দিদি রোজিনা বিবি জানিয়েছেন, “আমার বোনের ওপর দীর্ঘ দিন ধরেই মানসিকভাবে অত্যাচার চালাচ্ছিলেন নজরুল ইসলাম। ” স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেকেই জানিয়েছেন, তারা নজরুল ইসলামের ফাঁসি চান । এর আগেও তাঁর প্রথম পক্ষের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে কুপিয়ে খুন করে সে। দ্বিতীয় পক্ষের স্ত্রীকে একইভাবে খুন করেছে। ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ নজরুল ইসলামকে গ্রেফতার করে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।