ভোটের আগে অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২

নিউজ ডেস্ক: রাতের অন্ধকারে লাগামহীনভাবে চলছে অস্ত্র কেনাবেচা। ভোটের আগে প্রচুর অস্ত্র ঢুকছে দক্ষিন ২৪ পরগণা লাগোয়া বর্ডার দিয়ে, এমনটাই সন্দেহ গোয়েন্দাদের।
বুধবার রাতেও বিষ্ণুপুর থানা লাগোয়া বেতার পল্লী থেকে উদ্ধার দেশি ওয়ান শটার। সূত্র মারফত খবর পেয়ে ওই অঞ্চলেরই সুব্রত মন্ডল ও জয়ন্ত মন্ডলকে অস্ত্রসহ গ্রেফতার করে দক্ষিন ২৪ পরগনার বিষ্ণুপুর থানার পুলিশ। জেরার মুখে পড়ে তারা স্বীকার করে, তারা অস্ত্র কেনাবেচা গ্যাং য়ের সঙ্গে সরাসরি যুক্ত। অস্ত্র বেচতেই তারা বেরিয়েছিল। যদিও কার কাছে বেচতে গিয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: পুলিশি অভিযানে উদ্ধার ৭২ কেজি ব্রাউন সুগার
বিষ্ণুপুর থানা থেকে কেস হ্যাণ্ডওভার হয়েছে কলকাতা পুলিশের রিজেন্ট পার্ক থানায়। অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। উল্লেখ্য, ধৃত সুব্রত মণ্ডলের নামে এর আগেও কুলতলি থানায় মামলা দায়ের হয়েছে।