KOLKATA WEATHER
এক ঝলকে

মার্কিন সেনাবাহিনীতে করোনার থাবা

নিউজ ডেস্ক: মার্কিন সামরিক বাহিনীর কোস্টগার্ডের দুই নম্বর সেনা করোনা পজিটিভ হওয়ার পরে আত্ম নিভৃতবাসে গেলেন সেনাবাহিনীর প্রায় সমস্ত মুখ্য কর্মকর্তা। সূত্রের খবর, কোস্টগার্ডের ভাইস কমান্ড্যান্ট চার্লস রে করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার পেন্টাগনে উচ্চ পর্যায়ের এক বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন ওই সেনা।

আরও পড়ুন: উবের চালকদের নিয়ে করোনা সচেতনতামূলক শিবির

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্রান্ত হওয়ার তিন দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হোয়াইট হাউসে মাস্ক না পরেই যোগ দেওয়াতে সিনিয়র হোয়াইট হাউস স্টাফ এবং অন্যান্য রিপাবলিকান নেতাদের মধ্যে সংক্রমনের আশংকা দেখছে হোয়াইট হাউস। পেন্টাগনের এক মুখপাত্র জানান, মঙ্গলবার সকালে রে এর সংস্পর্শে আসা সকলের করোনা পরীক্ষা করা হয়। যদিও কারুর মধ্যে কোনরকম উপসর্গ মেলেনি। ট্রাম্পের শীর্ষ মিলিটারি উপদেষ্টাও সেদিনের বৈঠকে যোগ দিয়েছিলেন। কাজেই, সেনাবাহিনীর শীর্ষস্তরের আধিকারিকদের মধ্যে এবং হোয়াইট হাউজের বাকি সদস্যদের মধ্যে সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close