এক ঝলকে
উত্তরপ্রদেশের চুরির দায়ে গ্রেফতার ৩

নিজস্ব সংবাদদাতা, উত্তরপ্রদেশ: উত্তরপ্রদেশের বাহরিচের পুলিশ সুপারের নির্দেশে দুষ্কৃতীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানের ফলে চুরি যাওয়া বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়।
আরও পড়ুন : লকডাউন অমান্য করার পুলিশি দাওয়াই উঠবোস
চুরি যাওয়া জিনিস উদ্ধার করার জন্য একটি বিশেষ দল গঠন করা হয়। হাজা থানা এলাকায় ও টিকারামোদ থানা এলাকায় এই অভিযান চালানো হয়। ৩ টি হ্যাচ, ১০ টি নূপুর, ৪ টি নেকলেস ও ১৯৬০ টাকা নগদ উদ্ধার করা হয়। উল্লিখিত জিনিসগুলো পুলিশি হেফাজতে নেওয়া হয়। সাজন ওরফে সত্য প্রকাশ পুত্র, অশোক কুমার ভার্মা নামের দুজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তারা পিপারিয়া বাইপাস থানা এলাকার বাসিন্দা। এছাড়াও দুর্গা ওরফে দীপ্তি দীপক নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। তিনি বরখেরভা থানা বাসিন্দা। গোটা বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp