এক ঝলকে
উত্তরপ্রদেশে পুলিশের জালে দাগী আসামি

নিজস্ব সংবাদদাতা, উত্তরপ্রদেশ: উত্তরপ্রদেশে পুলিশে ধরপাকড়ে অবশেষে গ্রেফতার দাগী আসামি মঞ্জু কাশ্যপ। গত ৪ বছর ধরে গা ঢাকা দিয়েছিল সে। ২০১৬ তে একটি ডাকাতির ঘটনায় রবিবার তাকে গ্রেফতার করে উত্তরপ্রদেশের কনৌজ পুলিশ। তিনটের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল, একটি মেশিনগানসহ কার্তুজ।
আরও পড়ুন : উত্তরপ্রদেশে জালিয়াতি চক্রে জড়িত অভিযোগে গ্রেফতার ৪
সূত্রের খবর, এলাকায় অপরাধ রুখতে কনৌজ পুলিশের বিশেষ ধরপাকড় অভিযান চলছিল কিছুদিন ধরেই। অভিযুক্তদের খবর দিতে পারলে ২৫০০০ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল পুলিশের তরফে। এই দিন সেই বিশেষ অভিযানে ধরা পড়ে কূখ্যাত দুষ্কৃতী মঞ্জু কাশ্যপ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp