KOLKATA WEATHER
এক ঝলকে

উত্তরপ্রদেশে জালিয়াতি চক্রে জড়িত অভিযোগে গ্রেফতার ৪

নিজস্ব সংবাদদাতা, উত্তরপ্রদেশ: ভুঁয়ো ফোন নাম্বার থেকে চাকরি ও লোন দেওয়ার নাম করে জালিয়াতির অভিযোগে একটি চক্রের একসাথে ৪ জনকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর খোয়া যাওয়া সামগ্রী।

আরও পড়ুনঅপরাধ রুখতে আলোচনা সভার আয়োজন পুলিশের

অভিযোগ, একাধিক ভুঁয়ো ফোন নাম্বার দিয়ে ফোন করে চাকরি অথবা লোন দেওয়ার নাম করে ডেকে বিভিন্ন ব্যক্তির থেকে মোবাইল, ল্যাপটপ ছিনতাই করত ঐ জালিয়াতি চক্র। শুধু তাই নয়, ভুঁয়ো পরিচয়পত্র বানানোর কাজেও জড়িত ছিল তারা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি ল্যাপটপ, চারটি মোবাইল, ১৩ টি সিম কার্ড ও দুটি ডেবিট কার্ডও। এছাড়াও প্রায় ২২১টি ভুঁয়ো পরিচয় পত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ।

 

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close