এক ঝলকে
খুনে অভিযুক্তকে এনকাউন্টার উত্তরপ্রদেশ পুলিশের

নিজস্ব সংবাদদাতা, উত্তরপ্রদেশ: বেরৈলী পুলিশের শাহী থানায় খুনের ঘটনার অভিযোগে অভিযুক্ত ইমরানকে এনকাউন্টার করলো উত্তরপ্রদেশ পুলিশ।
আরও পড়ুন : স্রোতে আটকে কুকুর, উদ্ধার করলেন পুলিশের হোমগার্ড
খুনের কিনারা করতে পুলিশ অভিযান চালাচ্ছিলো বেশ কয়েকদিন ধরে। আজ সেই খুনের কিনারা করল পুলিশ। বৃহস্পতিবার খুনে অভিযুক্তকে এনকাউন্টার করল উত্তরপ্রদেশ পুলিশ। তার কাছ থেকে অনেক অবৈধ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ৩১৫ বোর, ২২ টি লাইভ কার্তুজ, একটি বেআইনি ধারালো ছুরিও উদ্ধার করেছে পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp