যোগীরাজ্যে শিশুধর্ষণের পর খুন

নিউজ ডেস্ক : নরপিশাচের হাত থেকে রেহাই পেল না তিন বছরের শিশুও। আখের ক্ষেত থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ছোট্ট শিশুর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুরে। এই নিয়ে গত ২০ দিনে তিন জন নাবালিকার খুনের ঘটনা ঘটল যোগীরাজ্যে।
গত বুধবার থেকেই নিখোঁজ ছিল ওই শিশুটি। এরপরেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।বৃহস্পতিবার সকালে ওই শিশুর দেহ একটি আখের খেত থেকে উদ্ধার করা হয়।পুরনো শত্রুতার জেরেই গ্রামেরই কোনও এক বাসিন্দা এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ শিশুর বাবার। পুলিশ সূত্রে খবর, পোস্টমর্টেমের পরেই চিকিৎসকরা জানিয়েছেন শিশুটিকে অপহরণ করার পরে তাঁকে ধর্ষণ করা হয় এবং শ্বাসরোধ করে খুন করা হয়।
আরও পড়ুন : হেলমেট নেই মাথায়, আটক ১০ বাইক আরোহী
এই ঘটনার কিছুদিন আগেই লখিমপুরে ১৭ বছর বয়সী কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছিলো । গ্রামের থেকে ২০০ মিটার দূরে তার দেহ উদ্ধার করা হয়। তার ঠিক দিন দশেক আগে ১৩ বছরের এক কিশোরীর ধর্ষণ-খুনের ঘটনায় তপ্ত হয়ে ওঠে যোগীরাজ্য । একের পর এক ধর্ষণ-খুনের ঘটনার পুনরাবৃত্তিতে ফের সমালোচনার মুখে যোগীপ্রশাসন।