উলুবেড়িয়ায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ, ধৃত ১

নিউজ ডেস্ক: হাওড়া গ্রামীণ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও এসটিএফের যৌথ অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা। প্রায় ৮২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনায় ১ জনকে গ্রেফতারও করা হয়।
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে উলুবেড়িয়ায় মুম্বই রোডের রাজাপুর থানার খলিসানী এলাকা থেকে একটি বোলেরো গাড়ি আটকে তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় প্রায় ৮২ কেজি গাঁজা। পুলিশ গাড়ির চালককে গ্রেফতার করে। ধৃতের নাম সেখ জামির আলি(২৪)।
আরও পড়ুন: মালদায় নবম শ্রেণীর ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
প্রাথমিকভাবে জানা গেছে, উড়িষ্যা থেকে নবদ্বীপে পাচারের উদ্দেশ্যেই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল।উল্লেখ্য,কয়েকদিন আগেই পাঁচলা থানা এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি এর সঙ্গে জড়িত মূল পান্ডার খোঁজ চালাচ্ছে পুলিশ।