KOLKATA WEATHER
উত্তরবঙ্গমালদা

ব্রাউন সুগার সহ দুই পাচারকারী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা,মালদা: ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ।
মঙ্গলবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ হানা দেয় মধু ঘাট এলাকায়। সেখানে দুজনকে আটক করে তল্লাশি চালালে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৩০৫ গ্রাম ব্রাউন সুগার। যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।

আরও পড়ুন: চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চুঁচুড়া পুলিশ লাইনে পালিত হল পুলিশ দিবস

মঙ্গলবার ধৃতদের জেলা আদালতে পেশ করে ইংরেজ বাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম, বাবর সেখ(২১), রুবেল সেখ(২১)। এই তোদের বাড়ি কালিয়াচক থানার মজুমপুর এলাকায়। ধৃতদের ৪ দিনের হেফাজতে চেয়ে মালদা জেলা আদালতে আবেদন জানায় পুলিশ।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close