সেপ্টেম্বর দ্বিতীয় সাপ্তাহিক লকডাউনে দুই চিত্র

নিজস্ব সংবাদদাতা: করোনার প্রকোপ এখনও অব্যাহত। করোনার প্রকোপে রাশ টানতে শুক্রবার রাজ্যজুড়ে চলছে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় লকডাউন। এর আগের লকডাউনে ফরাক্কায় ভালো প্রভাব পড়লেও সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে কিছুটা হলেও ছবিটা আলাদা। ফরাক্কা ব্যারেজের জরুরি পরিষেবার দোকান ছাড়া প্রায় সমস্ত দোকানপাঠ বন্ধ থাকলেও ফরাক্কা রেল কলোনীতে চলছে সব্জি ব্যবসা ও মাছের ব্যবসা। ক্রেতা থেকে বিক্রেতা বেশিরভাগ মানুষদের মুখেই নেই মাস্ক। রাজ্য সরকার ও প্রশাসন থেকে বারবার করোনার সতর্কবার্তা দিলেও প্রশাসনের নজর এড়িয়ে চলছে সব্জি থেকে মাছের ব্যবসা।
আরও পড়ুন: সেফ হোম পরিদর্শনে ডিএসপি হেড কোয়ার্টার ও বিডিও
অন্যদিকে সম্পূর্ণ অন্য চিত্র ধরা পড়ল বারাসাতে। বারাসাত ও বারাসাত সংলগ্ন এলাকায় বন্ধ দোকান, বাজার ব্যবসায়িক প্রতিষ্ঠান। শুনশান রাস্তাঘাট। জরুরি কাজ ছাড়া বেরোতে দেখা যাচ্ছে না সাধারণ মানুষকে।লকডাউন সফল করতে ব্যস্ত প্রশাসনও। রাস্তায় বেরোলে দেখাতে হচ্ছে নথি। চলছে জিজ্ঞাসাবাদ।বারাসাতের গুরুত্বপূর্ণ চাপাডালি মোড়, কলোনী মোড় ও ডাকবাংলো মোড়ে চলছে নাকা চেকিং।