এক ঝলকে
৫ লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার ২

নিউজ ডেস্ক: ৫ লক্ষ টাকার জালনোট সহ ২ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশের বিশেষ শাখা। বাক্স ভর্তি ২০০০ ও ৫০০ এর নোট উদ্ধার হয়। ধৃতদের নাম নুরুল (৪০) ও তুলু শেখ (৪৫)। উভয়ই এ রাজ্যের মালদার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। শনিবার দিল্লির রাজারাম কোহলি মার্গ এলাকা থেকে তাদের জালনোট সমেত হাতেনাতে পাকড়াও করা হয়।
আরও পড়ুন: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের পর্দা ফাঁস করল দিল্লি পুলিশ
ডিসিপি পিএস কুশওয়াহ জানান, নুরুল এবং তুলু পুলিশি জেরায় জানিয়েছে তারা মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এনায়েতপুর এবং অনুপনগর এর বাসিন্দা। জালনোট পাচার ছাড়াও একাধিক বেআইনি কাজকর্মের সাথে জড়িত বলে জানায় তাঁরা। মালদার কালিয়াচকে ডেরা বানিয়ে চলত জালনোট সরবরাহের কাজ। ধৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp