এক ঝলকে
জঙ্গিবাদ থেকে মূলস্রোতে ফিরল কুড়ি জন যুবক

নিজস্ব সংবাদদাতা, কাশ্মীর: ভুল বুঝিয়ে বা বিশাল অর্থের প্রলোভন দেখিয়ে গরিব যুবকদের বিপথগামী করে বিভিন্ন জঙ্গি সংগঠন। পরবর্তীকালে নাশকতামূলক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে যায় তাঁরা।কখনো কখনো পুলিশের জালে ধরা পড়ে শাস্তিও হয় এইসব যুবকদের| সংশোধনাগারে গিয়ে এইসব যুবক আবার ফিরতে চায় জীবনের মূল স্রোতে|
আরও পড়ুন : ডাকাত দলকে গ্রেফতার করল ওড়িশা পুলিশ
এই প্রসঙ্গে বৃহস্পতিবার কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিং বলেন, জঙ্গিবাদে যোগ দেওয়া ২০ জন যুবকরা হিংস্রতা থেকে দূরে সরে তাদের পরিবারে আবার যোগদান করতে চেয়ে আবেদন করেছিল। এবং তাদেরকে নতুনভাবে জীবন গড়ার জন্য একটি সুযোগ দেয়া হলো| সংশোধনাগারের সংশোধিত ওই কুড়িজন যুবককে পরিবারের সাথে যোগদান করার অনুমতি দেওয়া হয় এদিন।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp