গ্রেফতারের পর থেকে নিখোঁজ টোটোচালক, থানায় বিক্ষোভ

পুলিশ নিউজ ডেস্ক,বাঁকুড়া: গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে গ্রেফতার হওয়া ব্যক্তির।জানা গিয়েছে,গত ৫ ই আগস্ট বিধান সহিস নামে এক টোটোচালককে গ্রেফতার করে বাঁকুড়া সদর থানার পুলিশ।পরিবারের অভিযোগ, এরপর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না ওই ব্যক্তির।এই অভিযোগ তুলে এই টোটো চালককে তার পরিবারের হাতে তুলে দেওয়ার দাবি তোলএ হয়। সোমবার গভীর রাতে থানায় চড়াও হয়ে বাঁকুড়া সদর থানায় চড়াও হয়ে বিক্ষোভে ফেটে পড়েন তার পড়শীরা।
আরো পড়ুন: জাল নোট পাচারে গ্রেফতার ১
তাদের দাবি, বিধান সহিস নামে এই টোটো চালক কি অবস্থায় কোথায় আছে তা পুলিশকে জানাতে হবে। পরিবারের আশঙ্কা বাঁকুড়া জেলে ২০ জন বন্দির কোভিড পজেটিভ ধরা পড়েছে। তাই তাদের মধ্যে বিধান আছে কিনা তাও তারা জানানোর দাবি তুলেছেন পরিবারের। গত ৫ ই আগস্ট বিধানকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর থেকে তার কোন খোঁজ নেই বলে অভিযোগও তোলেন এলাকায় মানুষ।