KOLKATA WEATHER
দক্ষিণবঙ্গপূঃ মেদিনীপুর

দীর্ঘক্ষণ হাসপাতালের সামনে পড়ে থাকল করোনা রোগীর মৃতদেহ

নিজস্ব সংবাদাদাতা, তমলুক: কলকাতার পর এবার অমানবিকতার চিত্র পূর্ব-মেদিনীপুরের তমলুকে। দীর্ঘক্ষণ ধরে হাসপাতালের সামনে পড়ে করোনা আক্রান্ত এক রোগীর দেহ। এই ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার গোগ্রাসের।
জানা গিয়েছে, শনিবার রাতে এক বাসিন্দা জ্বর নিয়ে তমলুক হাসপাতালে ভর্তি হন।রাতে ওই ব্যক্তির পরিবারকে জানানো হয় যে, তিনি করোনা পজিটিভ।সেইজন্য করোনা পজিটিভ ওই ব্যক্তিকে পাঁশকুড়ার মেচগ্রামের বড়মা করোনা হাসপাতালে নিয়ে যেতে বলা হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।

আরো পড়ুন: কিশোরের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল বারুইপুরে

রোগীর পরিবারের লোকজন রাতেই বড়মা হাসপাতালে নিয়ে যান।সেখানে আইসিইউতে বেড খালি না থাকায় ফিরিয়ে দেওয়া হয় ওই রোগীকে।সেখান থেকে চন্ডীপুরে করোনা হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। এরপর ওই রোগীকে নিয়ে চন্ডীপুর হাসপাতালের উদ্দেশে রওনা দেন রোগীর পরিবারের লোকজন। চন্ডীপুর যাওয়ার পথে তমলুকের কাছে ওই ব্যক্তি অ্যাম্বুলেন্সের মধ্যেই মারা যান। অভিযোগ, পরিবারের লোকেরা মৃত ব্যক্তিকে আবারও তমলুক হাসপাতালে নিয়ে এলে, হাসপাতাল ওই ব্যক্তির দেহ প্রথমে নিতে চায়নি। পরে তমলুক থানার চেষ্টায় দেহ নিলেও তমলুক হাসপাতালের ইমার্জেন্সির সামনে অনেকক্ষণ ফেলে রাখা হয় বলে পরিবারের লোকজন। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দেখার পর তড়িঘড়ি দেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close