তৃণমূল নেতার বাড়িতে অস্ত্র ভাণ্ডার

নিউজ ডেস্কঃ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে বেআইনি অস্ত্র উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়ার বিষ্ণুপুরের উলিয়াড়া গ্রামে।
রবিবার সকালে উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তাসমিনা খাতুনের বাড়িতে গ্রামবাসী ও পুলিশের যৌথ তল্লাশিতে ৩ টি একনলা বন্দুক, ৫ রাউণ্ড গুলি, একটি হাত কামান ও বেশ কিছু বোমা, ছুরি ও তলোয়ার উদ্ধার হয়েছে। কি কারণে এই বিপুল পরিমান অস্ত্র ওই প্রধানের বাড়িতে মজুত ছিল, খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনায় গ্রেফতার করা হয় উলিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শেখ বাবর আলি ও স্থানীয় তৃণমূল নেতা রহিম মন্ডলকে। রহিমের স্ত্রী তাসমিনা বিবি বর্তমানে উলিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রধান। তার বাড়িতেই বাঁকুড়া জেলার পুলিশ হানা দিয়ে দিনভর তল্লাশি চালায়।
আরও পড়ুন : লক ডাউন সফল করে তুলতে তৎপর জলপাইগুড়ির পুলিশ
তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামল সাঁতরা বলেন, “আইন আইনের মতোই চলবে। পুলিশ পুলিশের কাজ করেছে। এক্ষেত্রে আমার কিছু বলার নেই।“
অভিযুক্ত পঞ্চায়েত প্রধান তাসমিনা বিবি বলেন, “আমরা একমাস ধরে বাড়িতে নেই। সেই সময় কেউ বা কারা এসে ঘরে ভাঙচুর চালায়। এক মাস পর পুলিশ আমাদের বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার করেছে। সুতরাং বোঝাই যাচ্ছে ঘটনাটি সম্পূর্ণ সাজানো।”