
বিজেপি তৃণমূল সংঘর্ষ তৃণমূল সংঘর্ষে শুক্রবার উত্তপ্ত হল কোচবিহারের মাথাভাঙ্গা ১ নং ব্লকের খাটেরবাড়ি অঞ্চলের ছাড়ারপার এলাকা। সংঘর্ষে তিনজন বিজেপি কর্মী জখম হয়েছেন। দুজন সাধারণ মানুষের আহত হওয়ার খবরও মিলেছে। আহতদের মাথাভাঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন : মহিলাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী খুনি
সূত্রের খবর, ঘটনার সূত্রপাত হয় সারা রাজ্য জুড়ে বিজেপির এসডিও অফিস ঘেরাও কর্মসূচিকে ঘিরে। খাটেরবাড়ি এলাকার ওপর দিয়ে যাওয়ার সময় মিছিল থেকে বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছে তৃণমূল। এদিকে তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর হামলা চালিয়েছে বলে পাল্টা অভিযোগ বিজেপির। সংঘর্ষে ব্যাপক বোমাবাজি হয়। গুলিও চলে। পুলিশ এসে র্যাফ নামায় ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে । বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর হয়েছে বলে জানা গিয়েছে।