ফের ভূস্বর্গ থেকে গ্রেফতার তিন লস্কর জঙ্গি

নিউজ ডেস্ক: জঙ্গিদমনে সীমান্তে লাগাতার অভিযান চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা।ফলে স্বাভাবিকভাবেই পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের কোনও ছকই কার্যকর হচ্ছে না। পুরনো অস্ত্রভাণ্ডার উদ্ধার থেকে শুরু করে সন্ত্রাসে অর্থ জোগানকারী মাদক কারবারীদের গ্রেফতারের ফলে জঙ্গিদের ভাঁড়ারে টান পড়ছে। শনিবার সকালে সুরক্ষা বাহিনীর একটি যৌথ দল জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলা থেকে তিন লস্কর-ই-তৈয়বা (এলইটি) জঙ্গিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে জম্মুর রাজৌরি জেলার একটি এলাকায় অভিযান চালান যৌথবাহিনীর সদস্যরা। শনিবার সকালে তিন জন লস্কর-ই-তইবা জঙ্গিকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম রাহিল বশির, আমির জান ওরফে হামজা ও হাফিজ ইউনুস ওয়ান। পুলিশ জানিয়েছে সকলেরই বয়স ১৯-২৫ এর মধ্যে।
আরও পড়ুন: বাকারওয়াল সম্প্রদায়কে কৃতজ্ঞতা জানাল ভারতীয় সেনা
ধৃতদের কাছ থেকে দুটি একে-৪৭ রাইফেল, দুটি পিস্তল, চারটি গ্রেনেড ও নগদ এক লক্ষ টাকা উদ্ধার করে। এছাড়াও তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, তারা ড্রোনের মাধ্যমে পুলওয়ামা ও সোপিয়ান থেকে রাজৌরিতে এসে অস্ত্র পেয়েছিল।