উলট পুরাণ! এবার স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ স্বামীর

নিউজ ডেস্ক: উলট পুরাণ! এবার স্ত্রীর বিরুদ্ধে স্বামী নির্যাতনের অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ যুবক।
স্ত্রীর অত্যাচারে অসুস্থ হয়ে বাড়ি ছেড়ে বোনের বাড়িতে আশ্রয় নিয়েছেন বারাসতের পালপাড়ার বাসিন্দা দেবদূত মন্ডল। অন্তত এমনই অভিযোগ তাঁর।
দেবদূতের অভিযোগ, গায়ে গরম জল, গলায় ছুরি মেরে মাথা ফাটিয়ে দেওয়ার মত ঘটনা দিনের পর দিন ঘটেছে।
লকডাউনে কাজের সমস্যা দেখা দেওয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর আরও অভিযোগ, স্ত্রী সবিতা মন্ডল তাঁকে ছাড়াও মারধর করতেন তাঁর দুই মেয়েকেও। শরীর খারাপের মধ্যেই মারধর করার পাশাপাশি খেতেও দিতেন না।
আরও পড়ুন: জনশূন্য পুরুলিয়া, চলছে পুলিশি টহলদারি
ইতিপূর্বে স্ত্রীর অত্যাচার নিয়ে তিনি অভিযোগ জানান বারাসত থানায়। সেবার পুলিশ ও আত্মীয় স্বজনেরা বিবাদ মিটিয়ে দিলেও, ফের শুরু হয় তাঁর ওপর নির্যাতন। মাসখানেক ধরে অত্যাচার চরমে উঠলে অসুস্থ হয়ে পড়েন তিনি। এই অবস্থায় দেবদূতকে বাড়ি থেকে বের করে দেন তাঁর স্ত্রী।
রবিবার সন্ধ্যায় দেবদূত বারাসত থানায় অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ।