এক ঝলকে
নিয়ম পালনে কড়া প্রয়োজনে মানবিক,লকডাউনে পুলিশের দুই রুপ

নিজস্ব সংবাদদাতা: লকডাউনের দিনে কড়া ধরপাকড়ের পাশাপাশি মানবিক মুখ সুতি থানার পুলিশের। শুক্রবার সকাল থেকে থানার বিভিন্ন এলাকায় ওসি বিপ্লব কর্মকারের নেতৃত্বে চলে টহলদারী। অকারণে টুকটুক কিংবা বাইক নিয়ে বেরিয়ে পুলিশের জালে পড়ে ৩০ জন। এদিন ধরপাকড়ের পাশাপাশি অসুস্থ কিংবা চিকিৎসা করতে আসা অসহায় মানুষদের গাড়িতে করে পৌঁছে দেয় পুলিশ।
আরও পড়ুন: জলঙ্গিতে নিষিদ্ধ ফেন্সিডিল সহ ও ৫ কেজি গাঁজা উদ্ধার
সকাল থেকে মানুষের সাহায্যের জন্য টুকটুকি নিয়েই বের হয় পুলিশ। ১৫ টি টুকটুকিতে করে অসহায় মানুষদের হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে পুলিশ। পুলিশের এই মানবিক মুখের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp