KOLKATA WEATHER
উত্তরবঙ্গদঃ দিনাজপুর

দোকানের তালা ভেঙে চুরি, তদন্তে পুলিশ

নিউজ ডেস্ক: ফের চুরির ঘটনা বালুরঘাট শহরে। দিন কয়েক আগে বালুরঘাট শহরে দুটি কুরিয়ার সার্ভিস অফিসে বড়সড় চুরির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের অদূরে খরাইল এলাকায় এক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে. খরাইল এলাকার মুদিখানার দোকানদার মহাদেব মহন্তের দোকানে এই চুরির ঘটনা ঘটে।

আরও পড়ুন: দিল্লিতে গ্রেফতার 2 জঙ্গি

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মহাদেববাবু দোকান খুলতে গিয়ে দেখেন দোকানের দরজা ভাঙ্গা। দোকান থেকে প্রায় 5000 টাকা মূল্যের জিনিসপত্র উধাও হয়ে গিয়েছে। চোরের দল দোকান থেকে নগদ হাজার পাঁচেক টাকা নিয়ে গিয়েছে। খবর পেয়ে যায় পুলিশ. শুরু হয়েছে তদন্ত।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close