কলকাতাকলকাতা পুলিশদক্ষিণবঙ্গ
পুলিশি অভিযানে পাকড়াও চোর

নিজস্ব সংবাদদাতা: রবিবার চুরির অভিযোগে গ্রেফতার করল এক চোরকে। বেলতলা রোড, ৩৯বি থেকে অশোক সরকার ওরফে লাড্ডু নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
আরো পড়ুন: পুলিশি অভিযানে আটক ২.১৭ কেজি গাঁজা
১২ সেপ্টেম্বর বালিগঞ্জ পুলিশ স্টেশনে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তার পরই শুরু হয় সন্ধান। খবর পেয়ে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়, তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রচুর পরিমাণে চুরি হওয়া সংগীত সরঞ্জাম, প্রজেক্টর, সার্ভার, সাউন্ড মিক্সিং সিস্টেম এবং ক্যামেরা উদ্ধার করা হয়েছে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp