
পুলিশ নিউজ ডেস্ক: পুলিশি তৎপরতায় উদ্ধার চুরি যাওয়া দুটি মোবাইল। একটি মোবাইল ছিল পগুড়ির পিএসের অধীনে প্রধান পাড়ার শেফালী রায় এবং অন্য ফোনটি হল জলপাইগুড়ির বিবেকানন্দ পলির শম্পা দাসের।
আরও পড়ুন: মোবাইল টাওয়ার বসানোর নামে প্রতারণা, গ্রেফতার ৭
জলপাইগুড়ি জেলার ডিডিইউ টিম এই দুটি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেয়। এসপি নিজে তাঁর অফিসের চেম্বারে ওই দুটি ফোন দুজনের হাতে তুলে দেন।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp