
কোচবিহারের দিনহাটায় বেশ কয়েকদিন ধরে চুরির অভিযোগ আসছিল পুলিশের কাছে। দিনহাটা থানার পুলিশ কড়া হাতে তা মোকাবিলা করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে। মঙ্গলবার পুলিশ দিবস উদযাপন উপলক্ষে সেই সমস্ত চুরি যাওয়া সামগ্রী তাদের প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন : চুরি যাওয়া স্কুটি উদ্ধার করল জম্মু পুলিশ
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ৬টি মোটরবাইক, ২টি টোটো, ১টি রেফ্রিজারেটর, ২৫টি মোবাইল ফোন, স্টেবিলাইজার, গ্যাসওভেন ও এছাড়াও সোনা ও রুপোর গয়না মিলেছে। এদিন চুরি হওয়া সামগ্রী ফিরে পেয়ে খুশি হয়েছেন মালিকেরা। পুলিশ আধিকারিকদের কাজের প্রতি তথা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান তাঁরা।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp