মা, ছেলের দেহ উদ্ধারে রহস্য

নিজস্ব সংবাদদাতা: খাস কলকাতায় বন্ধ ঘর থেকে উদ্ধার মা ও ছেলের দেহ। পাটুলিতে মা-ছেলের রহস্যমৃত্যুতে ধন্দে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, আর্থিক অনটনের কারণে আত্মহত্যা করেছেন তাঁরা ঘটনাটি পাটুলি থানা এলাকার কানুনগো পার্কের। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম মঞ্জুশ্রী মিত্র এবং শুভময় মিত্র। কানুনগো পার্কের বহু পুরনো বাসিন্দা ছিলেন মিত্র পরিবার। বাবা স্নেহময়ের মৃত্যুর পর মা-ছেলে থাকতেন বাড়িতে।
বাড়ির ভিতরে ঢুকে ঠিক কী দেখল পুলিশ? তাঁরা দেখেন, একজন মহিলা অচেতন অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। তাঁর দেহ পচে গলে গিয়েছে। গায়ের উপর দিয়ে পোকামাকড় হাঁটাচলা করছে। পাশের ঘর থেকেও দেহ উদ্ধার করেন পুলিশকর্মীরা। সেখানেও প্রায় বছর পঞ্চাশের এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
আরও পড়ুন: অ্যালুমিনিয়াম সরবরাহের নামে প্রতারণা, গ্রেফতার ১
প্রতিবেশীরা জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে মঞ্জুশ্রীদেবী বা শুভময়ের কাউকেই বাইরে বেরোতে দেখা যায়নি। মঞ্জুশ্রীদেবী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলেও জানিয়েছেন স্থানীয়রা। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুটি দেহই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক সময় ও কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।