পুলিশ ও ক্যাব ড্রাইভারের উদ্যোগে বাড়ি ফিরল হারানো শিশু

নিউজ ডেস্ক: পুলিশ ও ক্যাব ড্রাইভারের উদ্যোগে বাড়ি ফিরল হারানো শিশু। ২৭ অক্টোবর সন্ধ্যায় বিমানবন্দরের এক যাত্রী আলমবাজারে যাওয়ার জন্য প্রিপেইড ট্যাক্সি কাউন্টার থেকে ট্যাক্সি বুক করেন। তাদের গন্তব্যে পৌঁছে তারা তাড়াতাড়ি সেই গাড়ী থেকে নেমে যান। তাড়াহুড়োয় গাড়ি থেকে ঘুমন্ত শিশুটিকে নামানোর কথা ভুলে যান তারা।
ট্যাক্সি চালক যখন শিশুটিকে তার গাড়িতে দেখতে পান তৎক্ষণাৎ এই বিষয়টি তিনি এনএসসিবিআই ট্র্যাফিক গার্ড পুলিশকে জানান। ওই ড্রাইভার আরও জানান যে তিনি সন্তানের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু যোগাযোগ করতে পারছেন না।
আরও পড়ুন: লড়াই শেষ, করোনায় মৃত্যু আরও এক পুলিশ কর্মীর
তারপরে এনএসসিবিআই ট্র্যাফিক গার্ড পুলিশ কর্মীরা বাচ্চার পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবহিত করেন। এরপরে শিশুটির বাবা সমস্ত প্রাসঙ্গিক নথি এবং পরিচয়পত্র নিয়ে গিয়ে সন্তানকে নিয়ে যেতে আসেন। সমস্ত নথি যাচাই করে শিশুটিকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।