পারিবারিক বচসার জেরে স্ত্রীকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত স্বামীর

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: পারিবারিক বচসার জেরে স্ত্রীকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করল স্বামী। সূত্রের খবর, কসবার সুইনহো লেনের বাসিন্দা তপন পুরোকাইত (৪৫) বুধবার সকাল সাড়ে সাতটার দিকে স্ত্রী মঙ্গলা পুরকাইতকে (৪০) হাতুড়ি দিয়ে আঘাত করে। ঘটনায় গুরুতর আহত ঐ মহিলা হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: ভাড়াটিয়ার আসবাবপত্র চুরির অভিযোগে গ্রেফতার বাড়িওয়ালা
জানা গিয়েছে, তপন পুরোকাইত একজন লাইসেন্সপ্রাপ্ত বৈদ্যুতিক ঠিকাদার। এদিন পারিবারিক বচসার জেরে স্ত্রীকে হাতুড়ি দিয়ে আঘাত করেন সে। ভদ্রমহিলার মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। তাকে সত্বর চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যেই তার কন্যা সুতপা পুরকাইতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে কসবা থানায়। অভিযুক্ত ব্যক্তিকে আটকও করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।