এক ঝলকে
নামখানা হাতানিয়া-দোয়ানিয়া ব্রিজের উপর ভয়ঙ্কর দুর্ঘটনা

গোপাল শীল,সুন্দরবন: টোটো ও মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা। সোমবার দুর্ঘটনাটি ঘটে নামখানা হাতানিয়া-দোয়ানিয়া ব্রিজের ওপর। পুলিশ সূত্রের খবর, নামখানা থেকে কাকদ্বীপের দিকে একটি টোটো গাড়ি এবং বকখালির দিকে একটি মারুতি ভ্যান ব্রিজের মাঝামাঝি এসে মারুতি ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে টোটো গাড়ির ধাক্কা মারে। ফলে চালকসহ তিনজন যাত্রী সম্পূর্ণ চাপা পড়ে যায়।
আরো পড়ুন: ফেনসিডিল পাচার চক্রের হদিশ
পথচলতি দু’একজনের তৎপরতায় তাদের উদ্ধার করে স্থানীয় নামখানা দ্বারিকনগর হাসপাতালে পাঠানো হয়।চালকসহ একজন যাত্রীর অবস্থা খুবই আশঙ্কাজনক বাকি দুজনের অবস্থা স্বাভাবিক বলে জানা যায়। যদিও ঘাতক মারুতি ভ্যানটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp