KOLKATA WEATHER
উঃ ২৪ পরগনাদক্ষিণবঙ্গ

টেলিফোন টাওয়ার বসানোর নামে প্রতারণা, গ্রেফতার ৫

নিজস্ব সংবাদদাতা: মোবাইল সংস্থার থেকে প্রতারণা চক্রের খবর পেয়ে সল্টলেকের বিজে ব্লকে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এই প্রতারণা চক্র টেলিফোন টাওয়ার বসানোর নাম করে ভারত জুড়ে মানুষকে প্রতারণা করত বলে অভিযোগ। ধৃতদের কাছ উদ্ধার অনেক নথি, ফেক টেলিকম ইনস্টলেশন কনফার্মেশন লেটার, চেক বুক, কম্পিউটার সিট।

আরও পড়ুন: মানসিক ভারসাম্যহীনকে বাড়ি ফেরালো মানিকচক থানার পুলিশ

পুলিশ সূত্রে খবর , ভারতী এয়ারটেল এর থেকে খবর পেয়ে সল্টলেকের বিজে ব্লকে একটি অফিসে তল্লাশি চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল অনিমেষ শ্রীবাস্তব, বাপি পান্ডে, সুব্রত তালুকদার, প্রিয়া সিং, কিরণ প্রসাদ। জিজ্ঞাসাবাদে জানতে পারে অভিযুক্তরা ভারতের বিভিন্ন প্রান্তে এই অফিস থেকে ফোন করে মোবাইলের টাওয়ার বসানোর নাম করে প্রতারণা করত। এই অফিস থেকে পাঁচ জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার ধৃতদের বিধাননগর কোর্টে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।

 

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close