KOLKATA WEATHER
এক ঝলকেদক্ষিণবঙ্গহুগলি

শিক্ষকদের সংবর্ধনা ভদ্রেশ্বর পুলিশ থানার

ভদ্রেশ্বর , ৬ই সেপ্টেম্বর: শিক্ষক দিবস উপলক্ষে হুগলির চন্দননগর কমিশনারেটের অধীন ভদ্রেশ্বর থানার উদ্যেগে এলাকার ২০ জন শিক্ষকদের হাতে সংবর্ধনা দেওয়া হল। সংবর্ধনা তুলে দেন থানার আইসি কৌশীক ব্যানার্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। ভদ্রেশ্বর থানার মধ্যেই পালিত হয় উদ্যোগ।

আরও পড়ুন : হেঁশেলের শিল দিয়ে স্ত্রীকে খুন স্বামীর

প্রসঙ্গত , করোনা আবহে বন্ধ স্কুল , কলেজ থেকে প্রাইভেট টিউশনও । কিন্তু এর মাঝেও শিক্ষার প্রসার না থামানোর চেষ্টায় সকল শিক্ষক-শিক্ষিকারা এখন ছাত্র ছাত্রীদের অনলাইনেই পড়িয়ে চলেছেন। যার ফলে প্রতিবছর এইদিনে স্কুলে বা বাড়িতে ডেকে শিক্ষক দিবসের যে অনুষ্ঠান করা হতো তাতে বাঁধ সাধলো করোনা। তাই শিক্ষকদের সম্মান জানাতে ভদ্রেশ্বর থানার এই উদ্যোগ।

 

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close