বুজরুকি দিয়ে ধর্ষণ, গ্রেফতার তান্ত্রিক

নিউজ ডেস্ক : তান্ত্রিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বধূর।তারাপীঠ থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত তান্ত্রিককে। ওই বধূর দাবি, যজ্ঞ ও সাধনার জন্য নগদ ১৫ হাজার টাকাও আত্মসাৎ করেছে সুমন হরি নামের ওই তান্ত্রিক।
স্থানীয় সূত্রে খবর, স্বামীর পরকীয়ার খোঁজ মেলায় আত্মীয়স্বজন মারফত এক তান্ত্রিকের শরণাপন্ন হন বছর তিরিশের ওই বধূ। কৌশিকী অমাবস্যায় তাঁকে তারাপীঠে নিয়ে যায় বছর চল্লিশের সুমন হরি নামের ওই তান্ত্রিক।পরে মদ খাইয়ে বেহুঁশ করে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ধর্ষণের কথা কাউকে বললে তাঁর নগ্ম ছবি ও ধর্ষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকিও দেয়। ভয়ে তারাপীঠে মুখ খোলেননি ওই বধূ।
আরও পড়ুন: গণেশ চতুর্থী নিয়ে পুলিশের জরুরি বৈঠক থানেতে
মঙ্গলবার মছলন্দপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তদন্তে নেমে অভিযুক্ত মছলন্দপুর শিমুলপুরের বাসিন্দা সুমনকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে প্রতারণা ও ধর্ষণের মামলা রুজু হয়েছে।