KOLKATA WEATHER
এক ঝলকেদক্ষিণবঙ্গপুরুলিয়া

লকডাউন সফল করল বৃষ্টি

নিজস্ব সংবাদদাতা:-পুরুলিয়া :- বিশ্বনাথ রায় :-
আগস্ট মাসে টানা দুদিন সাপ্তাহিক লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার। লকডাউন অমান্যকারীদের দেওয়া হচ্ছে কড়া দাওয়াই| তবে বৃহস্পতিবার লকডাউন অমান্যকারীদের কড়া দাওয়াই দিতে হয়নি পুলিশকে। তাদের কাজ সহজ করে দিয়েছে বৃষ্টি। নিম্নচাপের জেরে বৃষ্টি অব্যাহত পশ্চিমবঙ্গ জুড়ে| তাই এদিন সকাল থেকে কার্যত ঘর বন্দি হয়ে রইলেন পুরুলিয়াবাসী। তাই এদিন দিনভর রাস্তাঘাট রইল শুনশান |

আরও পড়ুন : হাসপাতাল থেকে ফেরার পথে দুর্ঘটনা, মৃত ২

এদিন সকাল থেকে পুরুলিয়ার আকাশ মেঘাচ্ছন্ন, দমকা বাতাসের সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। ফলে পথঘাট এমনিতেই ছিল জনমানবহীন। তবু জেলাজুড়ে টহল দিয়েছে পুলিশ। লকডাউন ঘিরে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি দুপুর পর্যন্ত।

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close