
কোচবিহার: সোমবার সকাল থেকে কোচবিহার শহরের বিভিন্ন রাস্তায় দেখা গেল কড়া পুলিশ প্রহরা। রাজ্যব্যাপী লকডাউনের দিনে সকাল থেকেই কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকদের নেতৃত্বে চলল টহলদারি। যারা বিনা কারণে বাইক, টোটো করে বেরিয়েছে, তাদের শায়েস্তা করতে পুলিশের তৎপরতা দেখা যায়।
আরও পড়ুন: ভুয়ো পুলিশ লেখা গাড়ি সহ আটক ৩
পুলিশের তরফ থেকে যারা অকারণে বাইরে বেরিয়েছে, তাদের বুঝিয়ে বাড়িতে ফেরত পাঠানো হয়। কিছু বেপরোয়া সাইকেল চালকের ওপর পুলিশকে লাঠিচার্জ করতেও দেখা যায়। পাশাপাশি, যেসব মানুষ মাস্ক না পরে বেরিয়েছে তাদের বুঝিয়ে মাস্ক পরিয়ে দিতে দেখা যায় পুলিশকে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp