এক ঝলকে
চুরি যাওয়া স্কুটি উদ্ধার করল জম্মু পুলিশ

চুরি যাওয়া একটি স্কুটি উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার জম্মুর রিহারির বাসিন্দা অজয় গুপ্ত রাজপুরা এলাকা থেকে তার স্কুটি নিখোঁজ হওয়ার অভিযোগ করেন বক্সীনগর থানায়। এরপরই এসআই আশীষ সাগরের নেতৃত্বে স্পেশাল টিম নিয়ে খোয়া যাওয়া দু’চাকা উদ্ধারে অভিযানে নামে পুলিশ।
আরও পড়ুন : মাস্ক না থাকায় ৪৫ জনকে আটক করল পুরুলিয়া পুলিশ
ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বুধবার জম্মুর নয়াবস্তি এলাকা থেকে রোহিত কুমার নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া স্কুটি। ধৃতের বাড়ি স্থানীয় গুরুদাসপুর এলাকায়। ধৃতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp