এক ঝলকেদঃ ২৪ পরগনাদক্ষিণবঙ্গ
চোরাইমাল সহ ধৃত ৩

নিউজ ডেস্কঃ প্রচুর পরিমান চোরাই মাল সহ তিনজন চোরকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর থানা এলাকার মালির বাগান থেকে গ্রেফতার করা হয় এই ৩ জনকে। ধৃত ৩ জনকে জিজ্ঞাসাবাদ করে সোনারপুরের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন জিনিস।
আরও পড়ুন : ৮০ কেজি গাঁজা উদ্ধার করল শীতলকুচি থানার পুলিশ
বিভিন্ন জায়গা থেকে নানান ধরনের জিনিস চুরি করে চোরাই মালগুলি নানান দোকানে বিক্রি করে দিত তারা। এই ঘটনায় একজন দোকানদারকেও গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন এলাকার ফাঁকা বাড়িতে টিপার রেখে খোঁজখবর নিত অভিযক্তেরা। তারপর সেই বাড়ি থেকে চুরি করত নানান জিনিস। ধৃতদের আজ বারুইপুর আদালতে তোলা হয়েছে।ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp