লকডাউন ভাঙলেই গুণতে হবে স্পট ফাইন

পুলিশ নিউজ: পুরুলিয়া: কড়া নিরাপত্তার মধ্যে লকডাউনে একাধিক জায়গায় তৎপর পুরুলিয়া জেলা ট্রাফিক পুলিশ। সপ্তাহিক পর্বে সোমবার রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন চলছে। পুরুলিয়ায় সকাল থেকে কড়া লকডাউন শুরু হয়েছে। শহরের রাস্তাঘাট প্রায় ফাঁকা। দোকান বাজার বন্ধ। জেলার বিভিন্ন এলাকায় চলছে পুলিশি নজরদারি।
পুরুলিয়া – টাটা রোডের টামনা থানা এলাকায় আন্তঃরাজ্য হাইওয়েতে নাকা চেকিং চালাচ্ছে জেলা ট্রাফিক পুলিশ। সমস্ত গাড়ির কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে, প্রয়োজনীয় নথিপত্র দেখাতে না পারলেই নেওয়া হচ্ছে স্পট ফাইন।
আরও পড়ুন: তারাপীঠ থেকে ফেরার পথে মৃত 1, জখম 8
লকডাউন ভাঙায় বাধা জেলার ট্রাফিক পুলিশের। রেহাই দেওয়া হচ্ছে না কাউকেই। বেঙ্গল থেকে ঝাড়খন্ড আসা যাওয়ার ক্ষেত্রে লকডাউন পারমিট না থাকায় স্পট ফাইন নিয়ে তৈরি করা হচ্ছে বৈধ কাগজপত্র। কর্তব্যরত জেলা ট্রাফিক পুলিশের কর্তারা উপস্থিত থেকে লকডাউন পরিস্থিতির ওপর নজর রাখছেন।