দিল্লি দাঙ্গার ঘটনায় ২ জনকে তলব স্পেশাল সেলের

নিজস্ব সংবাদদাতা: শর্ট ফিল্ম প্রযোজক রাহুল রায় ও ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাতা সাবা দেওয়ানকে তলব দিল্লি পুলিশের স্পেশাল সেলের। দিল্লির হিংসাত্মক ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) প্রাক্তন ছাত্র উমর খালিদকে গ্রেফতারের একদিন পরে উত্তর-পূর্ব দিল্লি দাঙ্গার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশ রাহুল ও সাবাকে তলব করেছে।
সূত্রের খবর, পুলিশ এর আগে যে সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করেছিল, তাতে রাহুলের নাম ছিল। চার্জশিটে দেওয়ানের নাম উল্লেখ না করা হলেও এক তদন্তকারী জানান যে দুজনেই ‘দিল্লি প্রোটেস্টস সাপোর্ট গ্রুপ’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের অংশ ছিল। দেওয়ান যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।
আরো পড়ুন: পুলিশ কমিশনারের ফেক এফবি একাউন্ট
নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে যারা বিক্ষোভে অংশ নিয়েছিল, তাদের বিরুদ্ধে দিল্লি পুলিশ অভিযোগ দায়ের করেছে। ভারতের কল্যাণ পার্টির বিবৃতিতে বলা হয়েছে, “আমরা এই অবিচারের বিরুদ্ধে। আমাদের দাবি, তাদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ প্রত্যাহার করা হোক। যাঁরা গ্রেপ্তার হয়েছেন তাঁদের অবিলম্বে মুক্তি দেওয়া হবে।”