আত্রাই নদীর বন্যা পরিস্থিতি পরিদর্শনে দক্ষিণ দিনাজপুর পুলিশ

নিজস্ব সংবাদদাতা: বন্যা পরিস্থিতি পরিদর্শনে গেলেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ প্রশাসন। আত্রাই নদীর জল বেড়ে যাওয়ায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চকভৃগু, বেলাইন, আখিরা পাড়া প্রভৃতি এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর সেই কারণেই আজ দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ প্রশাসনের উদ্যোগে এই সমস্ত বন্যা কবলিত এলাকা পরিদর্শন করা হল।
আরো পড়ুন: সল্টলেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার এক ব্যক্তি
মালদা রেঞ্জের ডিআইজি প্রসূন ব্যানার্জির নেতৃত্বে পুলিশের একটি দল বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে। পাশাপাশি উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত। আজ এই বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পাশাপাশি বন্যা দুর্গত মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয় দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ প্রশাসন। বন্যা কবলিত মানুষছর পাশে দাঁড়াতে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।