নরেন্দ্রপুরে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, গ্রেফতার 3

নিজস্ব সংবাদদাতা:দক্ষিণ ২৪ পরগনা:-|নরেন্দ্রপুর থানার পাঁচপোতার একটি বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমান টাকা। মঙ্গলবার রাতে মোট ২৮ লক্ষ ১ হাজার ৮৫০ টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে| গ্রেপ্তার হওয়া তিনজন জনের মধ্যে দুজন মহিলা ও রয়েছেন| তাদের জেরা করা হচ্ছে| মূল অভিযুক্ত পলাতক| তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ|
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া টাকা দুটি ব্যাগে ভাগ করে রাখা ছিল। কোনও অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যেই ঐ টাকা রাখা ছিল বলে অনুমান পুলিশের। সন্দেহবশত গ্রেফতার করা হয়েছে ঐ বাড়িতে থাকা এক মহিলা ও তার মেয়েকে। তাদের সঙ্গে ধৃত গোপাল কর্মকার নামের এক যুবকও। তাদের জেরা করে পুলিশ জানতে চেষ্টা করছে ঐ বিপুল পরিমান টাকা কেন ওই বাড়িতে রাখা হয়েছিল। তবে ঘটনায় মূল অভিযুক্ত অমিত দাস পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন: করোনাকে জয় করে ফের কাজে যোগ দিলেন কলকাতার নগরপাল
সূত্রের খবর,অমিত এলাকার সমাজবিরোধীদের সঙ্গে যুক্ত বলে জানা গেছে । স্থানীয় সূত্রে খবর,বাবাই বলে এক সমাজবিরোধীর সঙ্গে অমিতের ওঠা বসা হয়েছিল। এই বাবাই এলাকায় জুয়া সাট্টা, গাজা কারবারে জড়িত।বেশ কয়েক দিন আগে বাবাই অমিতের বাড়িতে ট্রলি করে টাকা রেখে এসেছিল। যদিও বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপার ইন্দ্রজিৎ বসু জানান, “বেশ কয়েকদিন ধরেই পুলিশের কাছে খবর আসছিল গড়িয়ার পাঁচপোতা এলাকায় বিপুল পরিমান টাকা মজুত করা হয়েছে। সন্দেহ জনক ঐ বাড়িতে পুলিশ অভিযান চালায়। তাতেই দুটি ব্যাগে ঐ টাকার সন্ধান পাওয়া যায়। ওই পরিবারের লোকজন ওই টাকার কি কারনে রাখা হয়েছিল তার কোন সদুত্তর দিতে পারেননি। তবে পুলিশের ধারনা এই টাকা কোনও অপরাধ করার জন্যই রাখা হয়েছিল।