এক ঝলকে
গ্রেফতার বিদেশি পাচারকারি, উদ্ধার প্রচুর স্ম্যাক

নিউজ ডেস্ক: দিল্লি পুলিশের তৎপরতায় গ্রেফতার এক বিদেশি পাচারকারী। তারা অ্যাপার্টমেন্ট চকের কাছে এক বিদেশি নাগরিককে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। ওই ব্যক্তির কাছ থেকে ১২৫ গ্রাম ‘স্ম্যাক’ হেরোইন উদ্ধার করা হয়। স্ম্যাকের মূল্য আন্তর্জাতিক বাজারে ৩ হাজার মার্কিন ডলার।
আরও পড়ুন: গ্রাহক প্রতারণার ঘটনায় গ্রেফতার ডেলিভারি বয়
অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp