দক্ষিণবঙ্গকলকাতাকলকাতা পুলিশ
লকডাউনে শুনশান শিয়ালদহ

নিউজ ডেস্ক: সোমবার রাজ্যে ফের পূর্ণ লকডাউন। সকাল থেকে শুনশান শহরের রাস্তাঘাট। অলিতে গলিতে চলছে কড়া পুলিশি ট হলদারী। লকডাউনও কঠোর ভাবে বলবৎ করতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে নবান্ন। ফলে শহরের বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলছে রবিবার গভীর রাত থেকেই।
কলকাতা জনশূন্য, ফাঁকা শহরের ব্যাস্ততম রাস্তাঘাট। এ ছবি সর্বত্র। এই একই ছবি ফুটে উঠল শিয়ালদহ স্টেশন চত্বরে। লক ডাউনের জেরে ট্রেন চলাচল আপাতত বন্ধ। তা সত্ত্বেও সাধারণ দিনে ওই চত্ত্বরে জনসমাগম চোখে পড়ার মতো। আজ সে চত্বর জনশূন্য।
আরও পড়ুন: লকডাউনে জুয়ার ঠেকে হানা, আটক ৪
সকাল থেকেই তৎপর ট্রাফিক পুলিশ। সকাল থেকে যানবাহনের কোনও দেখা নাই। যে কটা গাড়ি আছে, সেগুলিকেও থামিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, চাওয়া হচ্ছে নথিপত্র।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp