লকডাউনে শুনশান দমদম নাগেরবাজার

নিজস্ব সংবাদদাতা: সাপ্তাহিক লকডাউনে বাজারপ্রবণ দমদম নাগেরবাজার অঞ্চলের প্রতিটি বাজারের মুখেই ছিল কড়া পুলিশি প্রহরা। নাগেরবাজার থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে অবধি যশোর রোডে কড়া নজরদারি চালালেন দমদম নাগেরবাজার ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা।
দমদমের গোড়াবাজার, রাজবাড়ি, গরুঘাটা, কামারডাঙ্গা, কাজীপাড়া, মল রোড ও প্রতিটি অলিগলি ও পাড়াতে সমানভাবে লকডাউনের কড়া নজরদারি চালাচ্ছেন দমদম ও কামারডাঙ্গা থানার পুলিশকর্মীরা। ফলত সেখানকার রাস্তাঘাট সকাল থেকেই জনমানব শুন্য। এর পাশাপাশি তারা বজায় রেখেছেন মাইকিংও।
আরও পড়ুন: মাটির তলা থেকে উদ্ধার মাদক
সকাল থেকেই নাগেরবাজার অঞ্চলে নজরদারিতে ছিলেন দমদম থানার আধিকারিক সুবীর রায় ও কামারডাঙ্গা থানার আধিকারিক তমাল দাস। থানা সূত্রে জানানো হয়েছে যে বেলা ১ টা পর্যন্ত লকডাউন ভাঙার কারণে কাউকেই গ্রেপ্তার করা হয়নি। সবমিলিয়ে দমদম এলাকায় স্বতঃস্ফূর্ত ভাবে পালিত হয়েছে আজকের লকডাউন।