রাতের শহরে ফের শ্যুটআউট, গুলিবিদ্ধ প্রোমোটার

কলকাতা, ১০ই আগস্ট: রাতের শহরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলিবিদ্ধ হলেন এক প্রোমোটার। রবিবার রাতে বেলেঘাটার মিঞাবাগান অঞ্চলের ঘটনা। আক্রান্তের নাম সুশান্ত দাস। সূত্রের খবর, রবিবার রাতে কাজের কথা বলে বাড়ি থেকে সুশান্তকে ডেকে নিয়ে গিয়ে যায় গুড্ডু শর্মা নামে এক দুষ্কৃতী। বাড়ির অদূরেই গুলি করা হয় সুশান্তকে। গুলির শব্দে মুহূর্তে রাতের নিস্তব্ধতা ভেঙে যায়, এলাকায় শুরু হয় হইচই। পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় সুশান্তকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ইএম বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি।
আরও পড়ুনঃ মালদায় ব্রাউন সুগার সহ ধৃত ২
ইতিমধ্যেই সুশান্তের পরিবারের তরফে বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বেলেঘাটা থানার আধিকারিক প্রতাপ কুন্ডু জানান,”পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ। প্রোমোটিং সংক্রান্ত বিবাদ নাকি কোন পারিবারিক রোষ থেকে খুনের চেষ্টা তাও খতিয়ে দেখা হবে”। ঘটনার পর থেকে অবশ্য গা ঢাকা দিয়েছে গুড্ডু। বেলেঘাটা থানার তরফে তাকে পাকড়াও করার জন্য বিভিন্ন থানায় ছড়িয়ে দেওয়া হয়েছে তার ছবি।