এক ঝলকেকলকাতাদক্ষিণবঙ্গ
সারদা,নারদা ও রোজভ্যালিকাণ্ডে নয়া মোড়

সারদা, নারদা ও রোজভ্যালি তদন্তে নয়া মোড়। তিন পুলিশ সুপারের পর এবার বদলি করা হলো তদন্তকারী অফিসারদেরও। শুধু তাই নয়, সারদাকান্ডের তদন্তের দায়িত্ব থাকা ডিএসপি তথাগত বর্ধনকেও বদলি করা হলো। তার জায়গায় আসছেন দিল্লি থেকে আসা এক অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এক আধিকারিক।
আরও পড়ুন : কোচবিহারে যানবাহন চেকিংয়ে রাস্তায় পুলিশ
সূত্রের খবর, দিল্লি ও বিহার থেকে আসা ২ জন অতিরিক্ত পুলিশ সুপারকে বর্তানো হচ্ছে রোজভ্যালি ও নারদা তদন্তের দায়িত্ব। এতদিন ডিএসপি পদমর্যাদার আধিকারিকরা তদন্ত করছিলেন। তাদের ইতিমধ্যেই বদলি করা হয়েছে। দুটি মামলায় গতি আনতেই এই পদক্ষেপ বলে খবর সিবিআই সূত্রে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp