দক্ষিণবঙ্গমুর্শিদাবাদ
পুলিশ দিবস পালন করল সপ্তপুরী স্বেচ্ছাসেবী সংস্থা

পুলিশ নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের কান্দি মহকুমার সপ্তপুরী স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে পুলিশ দিবস পালন করা হল। কান্দি মহকুমার প্রত্যেকটি থানা অফিসারদের সংবর্ধনা দেওয়া হল কান্দি থানা প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন কান্দি থানার আইসি অরূপ কুমার রায়, সালার থানার ওসি ইন্দ্রনীল মহান্ত, বড়ঞাঁ থানার ওসি নির্মল দাস।
আরও পড়ুন: পুলিশ দিবস উপলক্ষে ওয়েলথনেস সেন্টার, সাথী প্রকল্প চালু হল দঃ ২৪ পরগনায়
কান্দি থানাতে কেক কেটে ও পুস্পস্তবক দিয়ে এবং উত্তরীয় পরিয়ে পুলিশ দিবস পালন করা হয়। কান্দি সপ্তপুরী স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা পুলিশ দিবস পালন করা হয়। সংস্থার সহ-সম্পাদক সোমনাথ সাহার নেতৃত্বে আজকের পুলিশ দিবস পালন করা হল কান্দি মহকুমা জুড়ে।
মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group
আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp