সল্টলেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদদাতা: সল্টলেক বিজে ব্লকের ৪০৯ বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে বিধাননগর পূর্ব থানার পুলিশ। আত্মহত্যা না খুন, মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।
সল্টলেকের বিজে ব্লকের ৪০৯ নম্বর বাড়ি থেকে জয়দীপ ব্যানার্জী নামে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। আজ সকালে বাড়ির কেয়ারটেকার বারবার করে ডাকলেও দরজা খোলেননি। এরপর কেয়ারটেকার বাজার থেকে ফিরে আবার ডাকাডাকি করে দরজা না খুললে তার সন্দেহ হয়। প্রতিবেশীদের ডাকা হয়।
আরও পড়ুন: দিল্লি পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১
তারা বিধাননগর পূর্ব থানায় খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে ওই বাড়ির হল ঘর থেকে জয়দীপ বাবুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। কি কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। তবে বেশ কিছুদিন ধরে ঐ ব্যক্তি মানসিক অবসাদে ভুগছিলেন বলে অনুমান পুলিশের । তার থেকেই মৃত্যু কিনা তদন্ত করছে পুলিশ।