KOLKATA WEATHER
এক ঝলকে

নিরাপদ রয়েছে নিউ ডায়মন্ড জাহাজ, জানাল ভারতীয় নৌবাহিনী

নিউজ ডেস্ক: নিরাপদ এবং স্থিতিশীল অবস্থায় রয়েছে শ্রীলঙ্কার দুর্ঘটনাগ্রস্ত এমটি নিউ ডায়মন্ড জাহাজ। রবিবার জানালো ভারতীয় নৌ-বাহিনী। নৌবাহিনীর একটি যৌথ দল জলের তলায় সমস্ত নিরীক্ষণ সম্পন্ন করে আজ।

আরও পড়ুন : বাংলাদেশ সীমান্ত থেকে ফেনসিডিলসহ গ্রেফতার ২২

প্রসঙ্গত, গত সপ্তাহের বৃহ্স্পতিবার থেকে মাঝ সমুদ্রে জ্বলছিল অশোধিত তেল ভর্তি কুয়েত থেকে ভারতের পারাদ্বীপ গামী জাহাজ। ভারত-শ্রীলঙ্কার বাহিনীর যৌথ প্রচেষ্টায় রবিবার সেই আগুন নিভেও গিয়েছিল। কিন্তু শ্রীলঙ্কার পূর্ব উপকূলে থাকা ওই জাহাজে ফের আগুনের শিখা দেখা দেওয়ায় মঙ্গলবার আবার আগুন নেভানোর রাসায়নিক চেয়ে পাঠাল শ্রীলঙ্কা। সেই অনুযায়ী ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর বিশেষ হেলিকপ্টারে এই রাসায়নিক পাঠানোর তোড়জোড় শুরু হয়েছে। তবে আশার কথা জাহাজ থেকে এখনও তেল লিকেজের কোনও প্রমাণ মেলেনি।

 

মোবাইলে খবরের নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন - Whatsapp , Facebook Group

আমাদের খবর পাঠাতে এখানে ক্লিক করুন - Whatsapp
Close
Close